পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহেদুর রহমান, নাজিরপুর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। গত শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেয়া দরিদ্র বান্ধব কর্মসূচি আশ্রয়ণ প্রকল্প-২ এর কার্যক্রম তদারকিসহ সচক্ষে দেখার জন্য আসেন। নাজিরপুরের মালিখালী ইউনিয়নের, মালিখালী ও বৈবুনিয়া, মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া ও মাটিভাঙ্গা, সেখমাটিয়া ইউনিয়নের আমতলা, শ্রীরামকাঠী ইউনিয়নের মিরেরহাটখোলা, শাঁখারীকাঠী ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের প্রকল্প তিনি নিজে দেখে সন্তোষ প্রকাশ করেণ এবং সুবিধাভোগীদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। যেখানে যে অসুবিধা মনে হচ্ছে সেখানে তিনি উপজেলা প্রশাসনকে দিক নির্দেশনা দিয়েছেন।
এসময় শ্রীরামকাঠী ইউনিয়নের মিরেরহাটখোলা আবাসন প্রকল্পের সুবিধাভোগীরা নদী ভাঙন রোধ করার দাবি জানান এবং শাঁখারীকাঠী ইউনিয়নের নবাগত চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল ও মল্লিকপাড়া আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা বর্ষা মৌসুম থেকে রক্ষা পাওয়ার জন্য ভেড়িবাঁধের জোড় দাবি জানান। তার সফরসঙ্গী হিসাবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবীর, নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, সহকারি কমিশনার (ভূমি) মো. আল-মামুন, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, অফিসার ইনচার্জ মো. মাহিদুল ইসলাম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন