রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সার্চ কমিটিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: এনপিপি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১০ পিএম

নির্বাচন কমিশন গঠনের জন্য ঘোষিত সার্চ কমিটিকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে এনপিপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সার্চ কমিটিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ মনে করে এই সার্চ কমিটির দ্বারা মনোনীত নির্বাচন কমিশন হবে সরকারের আস্থাভাজন। তাই সার্চ কমিটি বা নির্বাচন কমিশন নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয়-নিরপেক্ষ সরকার। এটাই এনপিপি ও ২০ দলীয় জোটের দাবি।

তিনি বলেন, সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই। এই সার্চ কমিটি জনগণ ও গণতন্ত্রের কোনো কল্যাণে আসবে না। তাই এমন সার্চ কমিটি নিয়ে দেশবাসীর কোনো আগ্রহ নেই।

সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, যুগ্ম-মহাসচিব মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মো. ফখরুজ্জামান (কুমিল্লা), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরিদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন