সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভোলাহাটের ৫ কেন্দ্রে দুই বার ভোট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪৯ এএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৩ ইউপিতে স্থগিত হওয়া ৫ টি কেন্দ্রে ফের ভোট গ্রহণ চলছে। এ নিয়ে ওই ৫ কেন্দ্রে দুই বার ভোটগ্রহণ করা হয়েছে।

আজ সোমবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকে মেয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ভোলাহাট উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ভোলাহাট উপজেলায় ৪টি ইউপি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু ৩ টি ইউনিয়নের ৫টি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটায় ভোট গ্রহণ স্থগিতাদেশ দেয় রিটার্নিং কর্মকর্তা।

উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, গোহালবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এবং দলদলী ইউনিয়নের ১,৩,৪ নং ওয়ার্ডে পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ভোলাহাটের স্থগিত হওয়া ৫কেন্দ্রে পুনঃভোট গ্রহণ করা হচ্ছে। ওই ৫ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৭৭ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন