শেরপুর দীর্ঘদিন ধরে শেরপুর জেলা শহরে ব্যাপক যানজট শুরু হয়েছে। জেলা শহরের প্রধান সড়কসহ প্রতিটি রাস্তার ফুটপাত দখল করে দোকানপার্ট বসানো, ফুটপাত দখলে নিয়ে মার্কেটগুলোর সম্প্রসারণ করা, গাড়ি পার্কিংএর জায়গা না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করায় শহরে যানজটের সৃষ্টি হচ্ছে।
তাই জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথভাবে আজ শেরপুর শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে শাপলা চত্বর পর্যন্ত প্রধান সড়কের সকল অবৈধ সব্থাপনা উচ্ছেদ শুরু করেছে।
এ অভিযান অব্যহত থাকবে বলে জানালেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। তিনি আরো জানান এ সড়কটি মূলত সড়ক ও জনপথ বিভাগের। তাদের সম্মতি নিয়েই এ অভিযান চালানো হচ্ছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, আমরা আজ সারাদিন অভিযান চালাবো। এছাড়া আমাদের তালিকাভূক্তদের উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন