চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের বরাদ্দকৃত ৭৯ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে বরুমচড়া কানুমাঝির হাট থেকে ভরারচর গোদারপাড় পর্যন্ত দেড় কিলোমিটার বেড়িবাঁধ সড়ক পাকাকরণের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। গতকাল সোমবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ সড়কের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, স্থানীয় নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আ.লীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার রুবেল, ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, মো. সাইফুল ইসলাম খোকন, ইউসুফ নুর, ছাত্রলীগ নেতা মো. এরফান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন