সোনাইমুড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, মারধর ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন উপজেলার চাষিরহাট ইউপির সংরক্ষিত আসনের সদস্য ছালেহা বেগম। গত রোববার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছালেহা বেগম (৫১) বলেন, গত ৭ জানুয়ারি রাতে বাড়ি ফেরার পথে রথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মামুনুর রশীদ (৩৭) পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য ছালেহা বেগমের উপর হামলা চালায়।
এ সময় তার মেয়ে (অন্তঃসত্ত্বা) রোকসানা আক্তার (২৪) বাঁধা দিলে তাকে মারধরের একপর্যায়ে তার তল পেটে আঘাত করে মামুন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রোকসানার পেটে থাকা তিন মাসের বাচ্চা মারা যায়। এ ঘটনায় ছালেহা বেগম বাদী হয়ে মামুনুর রশীদকে বিবাদী করে নোয়াখালী আদালতে মামলা দায়ের করে।
তিনি এ ঘটনার সুবিচার চেয়ে আরো বলেন আমি স্থানীয় ইউপি সদস্য হিসেবে মামুনের স্ত্রীর সাথে ঝগড়া বিবাদের সালিশ করলে তার বিপক্ষে রায় যাওয়ায় মামুন ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন