অভ্যন্তরীণ ডেস্ক
দেশের দুই স্থানে ৪ মহিলা মাদক বিক্রেতাকে জেল-জরিমানা প্রাদান করার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ মহিলার জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গত বুধবার সুন্দরগঞ্জ পৌরসভাধীন পূর্ব বাইপাস মোড় এলাকার মৃত আহাদ আলীর স্ত্রী কাজভান বেগমকে ৬শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া ফলগাছা গ্রামের নুর আলমের স্ত্রী রুবি বেগমকে ৭৫ গ্রাম গাঁজা ও সোনারায় গ্রামের আব্দুল লতিফের স্ত্রী মুক্তা বেগমকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত ইউএনও হাবিবুল আলম কাজভান বেগমের ২ মাসের বিনাশ্রম কারাদ- এবং মুক্তা ও রুবি বেগমের প্রত্যেককে ২ হাজার করে টাকা জরিমানা করেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, রূপগঞ্জে চম্পা বেগম (৩২) নামে এক নারী মাদক বিক্রেতার ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম এ দ- প্রদান করা হয়। দ-প্রাপ্ত চম্পা বেগম রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াব এলাকার রানা খানের স্ত্রী। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান, চম্পা বেগম দীর্ঘদিন ধরে গুতিয়াব এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। দুপুরে গুতিয়াবো এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় ১১ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হয়। আদালত ওই নারী মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন