শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চৌগাছা (যশোর) উপজেলা সংবাদদাতা
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় দিপঙ্কর কুমার (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত দিপঙ্কর উপজেলার গুয়াতালী সরকারি প্রথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও একই গ্রামের অশোক কুমারের ছেলে। নিহতের বাবা অশোক জানান, বৃহস্পতিবার দুপুরে সে স্কুল থেকে সহপাঠীদের সাথে বাড়ি ফিরছিল। তারা চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা নামক স্থানে পৌঁছালে একটি আলমসাধু তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে চৌগাছা থানার ওসি এম মশিউর রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন