কলাপাড়ায় টমটম থেকে গাছ ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সুরাইয়া বেগম (৮) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার রসুলপুর গ্রামে। মৃত সুরাইয়া পাশের আমতলী উপজেলার কাউনিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও তৃতীয় শ্রেনীর ছাত্রী। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির উঠানে খেলা করতে ছিলো। উঠানের সামনের একটি গাছ কেটে চেরাই করার জন্য টমটমে তুলতে ছিলো শ্রমিকরা। এ সময় গাছের খন্ড টমটমে তুলতে গিয়ে ছিটকে রাস্তার পাশে দাড়ানো সুরাইয়ার ঘাড় ও মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন