ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের চারদিন পর পুকুরের পানিতে ভেসে উঠলো আরাফাত রহমান (৫) নামের এক শিশুর লাশ। গতকাল শুক্রবার সকালে ওই লাশ উদ্ধার করা হয়। জানা যায়, উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ফজলুর রহমানের ছেলে আরাফাত রহমান গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। তারপর থেকেই পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। এ অবস্থায় গতকাল শুক্রবার সকালে পরিবারের একজন বাড়ির পাশের নতুন একটি পুকুর পাড় দিয়ে হেটে যাচ্ছিলো। এমন সময় পুকুরে আরাফাতের লাশ ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করে। তার এমন চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এসে লাশ উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, এমন ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন