শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কুড়িগ্রামে প্যানেল ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

কুড়িগ্রামে এনটিআরসিএ নিবন্ধনধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে প্যানেল প্রত্যাশীরা। গত শুক্রবার দুপুরে তিনদফা দাবি নিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্মআহবায়ক মো. শহিদুল ইসলাম, সদস্য জান্নাতুল নাহার, হাবিবুর রহমান, মাহফুজার রহমান প্রমুখ। প্যানেল প্রত্যাশী নিবন্ধধিত শিক্ষক সংগঠনের ব্যনারে মানবন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, এক আবেদনে স্ব-স্ব নীতিমালা অনুসারে কোটাবিহীন সকল নিবন্ধনকারীদের নিয়োগের ব্যবস্থা করা। ইনডেক্সধারীরেদ আবেদনের পরিবর্তে বদলীর ব্যবস্থা করা। নিবন্ধনধারীদের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন পরীক্ষা বন্ধ রাখা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন