দেশের উচ্চ আদালতের রিট পিটিশন অনুসারে অবৈধ ইটভাটার কার্ক্রম নির্দেশনা মোতাবেক হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে অনুমোদনহীন রামগড় উপজেলার ৯টি ইটভাটাকে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত। রামগড় উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার সরেজমিনে উপস্থিত থেকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার এ প্রতিনিধিকে বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন আদেশ মোতাবেক গতকাল হতে রামগড় উপজেলার ৯টি ইটভাটা সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ সময় আইন-শৃংখলা বাহিনী দায়িত্বরত ওসি (তদন্ত) রাজীব চন্দ্র করসহ রামগড় থানা পুলিশের ফোর্স ও স্থানীয় সাংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন