ঝোপের ভেতর পরে ছিল অজ্ঞাত নারী (৪৫) এর গলাকাটা লাশ। এক শিশু নারীর লাশ দেখে বাবাকে জানায় পাগল পড়ে আছে। শিশুর বাবা আলম গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ পড়ে থাকতে দেখেন। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করে। খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে লাশ উদ্ধারে আসেন। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। হত্যাকান্ডের ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের সদুখার টেকের পশ্চিম পাশে হাফিজ উদ্দিনের মাছের খামারের পাশে।
সরেজমিনে দেখা যায়, ওই নারীর পড়নে সেলোয়ার-কামিজ কালো রঙের বোরকা পরিহিত গলাকাটা লাশর পাশে পড়ে রয়েছে। অজ্ঞাত ঘাতকদের হত্যাকান্ডের ব্যবহৃত দু’টি হ্যান্টগ্লাফ একটি চায়না ছুরির কভার। নারীর গলার বেশিভাগ অংশ কাটা রয়েছে। স্থানীয়রা ধারণা করছে অজ্ঞাতনামা খুনিরা ওই নারীকে নির্জন স্থানে এনে গলাকেটে হত্যা করে। লাশ ফেলে রেখে চলে যায়। লাশের পাশে রয়েছে তাজা রক্তের ছাপ।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, লাশের পড়ে থাকার খবর পেয়ে কালিয়াকৈর সার্কেল সহকারী পুলিশ সুপার আজমির হোসেন ঘটনাস্থলে গেছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
কালিয়াকৈর সার্কেলর সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, ঘটনাস্থলে এসে গলাকাটা লাশ উদ্ধারের কাজ চলছে। তিনি আরও জানান, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দলকে খবর দেয়া হয়েছে। তারা এসে প্রয়োজনিয় ব্যবস্থা নিবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন