চট্টগ্রামের আনোয়ারার বারশতে ভয়াবহ অগ্নিকান্ডে ছয় বসতঘর ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার ভোর রাত প্রায় তিনটার দিকে উপজেলার গোবাদিয়া গ্রামের ইয়াছীর খাঁ বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা।
ক্ষতিগ্রস্থ মুখতার আহমেদ জানান, শেষ রাতে মোশারফ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় সবাই ছুটাছুটি করতে থাকে। ফায়ার সার্ভিস আসার আগে ছয়টি ঘর পুড়ে সব ছাই হয়ে যায়। ঘর থেকে কোনো মালামাল বের কর সম্ভব হয়নি। ঘরের নতুন ফ্রিজ, স্বর্ণ, নগদ টাকা, ধান এসব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১২-১৫ লাখ টাকা হবে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন