শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

টাঙ্গাইলে শিক্ষকদের বেতনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন দেশের ৭৭৭ জন শিক্ষকদের দীর্ঘ ১৯ মাস বকেয়া বেতন ভাতা প্রদান ও দ্রুত রাজস্বখাতে স্থানান্তরের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণে টাঙ্গাইলে মানববন্ধন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘ ১৯ মাস ধরে করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের ৭৭৭ জন শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। বেতন বকেয়া থাকার কারণে আমরা অনলাইন ক্লাস পাচ্ছি না। তাই তাদের বকেয়া বেতন দিয়ে আমাদের ক্লাস শুরু করার আহ্বান জানাই। এ সময় টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ৬ষ্ঠ পর্বের বিপ্লব হোসেন প্রান্ত, ইয়ামিন মিয়া, মৃদুল মিয়া, ফাহিম মিয়া, হযরত মিয়াসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন