শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সুদি কারবারে অতিষ্ঠ দাউদকান্দিবাসী

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর সতানন্দী গ্রামে গায়েন বাড়ি সুদের ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। গায়েন বাড়ির লোকজন আগে থাকত নদীতে বর্তমানে তারা থাকে রাজপ্রসাদে।

জানা যায়, গায়েন বাড়ির সুধের ব্যবসায়ীর বিভিন্ন এনজিও থেকে টাকা উত্তোলন করে। সপ্তাহে বিভিন্ন ভুক্তভোগী নিরীহ লোকদের কাছে এসব টাকা সুদে লাগিয়ে লাখ টাকায় সপ্তাহে ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে থাকেন। যদি কোন ভুক্তভোগী সপ্তাহের টাকা পরিশোধ করতে না পারে, তবে তাদেরকে গায়েন বাড়ির লোকজন দল বেঁধে ধরে এনে অথবা ভুক্তভোগীদের নিজ বাসায় গিয়ে অত্যাচার করে। গায়েনরা ভোক্তভোগীদের নিকট হতে ব্যাংকদের খালি চেক এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প নিয়ে টাকা সুদ দিয়ে থাকেন যাহাতে সপ্তাহের লাভ দিতে না পারলে গায়েনরা তাদের মন মতো চেকে বা স্ট্যাম্পে টাকা লিখে আইনের আশ্রয় নিতে পারে। গায়েনদের এ ব্যবসা উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে গায়েনরা আড়ালে রাঘব বোয়ালরা ও জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
দাউদকান্দি বাজারের ব্যবসায়ী কালাম জানান, তাদের নিকট চেক স্টাম্প থাকার কারণে আমরা আইনের আশ্রয় নিতে পারছিনা। নিত্যদিন তারা কোনো না কোনো অঘটন ঘটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গায়েনদের ছোট ছোট চায়ের দোকান জুতার দোকান এবং তাদের দোকানের আড়ালে সুদের ব্যবসা করে থাকেন।
এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন সাময়িকভাবে ব্যবস্থা নিলেও কিছুদিন নীরব থাকলেও বর্তমানে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে সুধীসমাজ মনে করেন রাঘব বোয়ালরা জড়িত না থাকলে হয়তো গায়েন বাড়ির লোকজন সাহস পেত না। তাই এলাকাবাসী জরুরিভাবে তাদের বিরুদ্ধে প্রয়োনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হসক্ষেপ কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন