বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ধর্ষণচেষ্টার অভিযোগে হামলা ভাঙচুর লুটপাট

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের উপর হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শিক্ষক বসুদেব শীলসহ চারজন আহত হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার বান্ধল গ্রামে এ হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার রাতে আহত শিক্ষকের স্ত্রী উজ্জলা রানী শীল বাদী হয়ে বাগান উত্তরপাড়া গ্রামের উত্তম বাড়ৈসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গতকাল সোমবার উজ্জলা রানী শীল বলেন, আমার স্বামী বসুদেব শীল দীর্ঘ দিন ধরে সুনামের সহিত কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (কেপি) মডেল স্কুলে গণিত বিভাগের একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছেন এবং শিক্ষকতার পাশাপাশি প্রায় ৩০ বছর নিজ বাড়িতে যষ্ঠ থেকে দশম শ্রেণির টিউশন ব্যাচের শিক্ষার্থীদের পাঠ দান করিয়ে আসছেন। এতোদিনে কোন শিক্ষার্থী আমার স্বামীকে খারাপ বলতে পারে নাই। কিন্তু ওই শিক্ষার্থীকে দিয়ে আমার স্বামীর সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে বাগান উত্তরপাড়া গ্রামের উত্তম বাড়ৈ গত এক সপ্তাহ আগে তার মেয়েকে প্রাইভেট পরানোর জন্য আমার স্বামীকে অনুরোধ করেন এবং এই এক সপ্তাহের মধ্যে তার মেয়েকে নিয়ে আমার স্বামীর বিরুদ্ধে একটি মিথ্যা অপবাদ দিয়ে লোকজন নিয়ে বাড়িতে এসে শিক্ষকের উপর হামলা চালায় এবং ঘরের আসবাপত্র ভাঙচুর করে নগত ৪ লক্ষ টাকা ও কয়েক ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। তাদের হামলায় মহিলাসহ চারজন আহত হয় আহতদের মধ্যে আমার স্বামীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, উজ্জলা রানী শীল একটি অভিযোগ করেছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন