ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের মৃগালী নামক স্থান থেকে ওই চালকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার ভাটিসাভার গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোজাম্মেল হক (৩২) প্রতিদিনের মতো সিএনজি নিয়ে সোমবার সকালে বের হন। ওই দিন রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। পরদিন মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মৃগালী নামক স্থান থেকে মোজাম্মেলের লাশ উদ্ধার করে পুলিশ। এ খবর পেয়ে পরিবারের লোকজন তাকে সনাক্ত করে। পরিবারের ধারণা মোজাম্মেলকে হত্যা করে তার সিএনজি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন