শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেতাগীতে বিদ্যালয়ে হামলা ভাঙচুর ইউপি মেম্বার লাঞ্ছিত

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা

বরগুনার বেতাগী উপজেলার পূর্ব দক্ষিণ করুনা নবগঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর হয়েছে। এতে ১ শিক্ষার্থী আহত ও লাঞ্ছিত করা হয় স্থানীয় ইউপি মেম্বারকে। প্রতিষ্ঠানের দুই শিক্ষকের মধ্য বিরোধের জেরে সভা চলাকালীন সময় এ অপ্রীতিকর ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহতাব উদ্দিন ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বাদলের মধ্যকার বিরোধ মীমাংসার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সহকারী শিক্ষা অফিসার, ব্যবস্থাপনা কমিটি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে সভা চলছিল। এক পর্যায়ে সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বাদল ও তার ভাই পল্লী মঙ্গল নবগঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান ও তার স্ত্রী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা: সামসুন্নাহার খুশি ও তাদের নেতৃত্বে ৬-৭ জন লোক সভাস্থলে প্রবেশ করে বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার শফিকুল ইসলাম পনুর উপর চড়াও হয়ে তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত এবং বিদ্যালয়ে হামলা চালিয়ে জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। হামলায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তার চেয়ারের আঘাতে আহত হয়। ওই দিন সন্ধ্যায় ইউপি মেম্বর শফিকুল ইসলাম পনেুর বিচার দাবি করে উপজেলা নির্বাহী অফিসার এমএম মাহমুদুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন