শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গাবতলীতে সংবর্ধনা সভা

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, গণতন্ত্র আজ বিপন্ন। বিএনপি গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সোনারায় ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বৃহস্পতিবার রাতে বগুড়া-গাবতলীর কলাকোপা আজাদ মঞ্জিলে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সোনারায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম, তঁর পতœী গাওছিয়া আখতার বিথী, সোনারায় ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, জসিউর রহমান সোহেল, আবু সাইম, আনোয়ার হোসেন, মোফাজ্জল করিম, যুবদল নেতা আরিফুর রহমান মজনু, আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম পোটল, সুলতান মাহমুদ প্রমুখ। শেষে বিএনপির মনোনীত প্রার্থী সোনারায় ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন