শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জেলা পরিষদ নির্বাচন বিশ্বনাথে সম্ভাব্য সদস্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মামুনুর রশীদ মামুন, বিশ্বনাথ (সিলেট) থেকে

আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সদস্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়। গত সপ্তাহে সরকার ঘোষিত ২৮ডিসেম্বরের নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও তপসিল ঘোষণা হয়নি। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচিত জন-প্রতিনিধিরা। সম্ভাব্য সদস্য প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমর্থন ও মন জয়ের চেষ্টা চালিয়ে আসছেন। পাশাপাশি রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। প্রার্থী তালিকায় রয়েছেন সাবেক জন প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক ভিন্ন দলের নেতারা। সিলেট জেলা পরিষদের অর্ন্তগত ৯নং বিশ্বনাথ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১০৭জন। তন্মধ্যে ৮টি ইউনিয়ন পরিষদে ভোটার ১০৪জন এবং উপজেলা পরিষদে ৩জন ভোটার রয়েছেন। ভোটার সংখ্যা কম হওয়ায় বিজয়ের আশায় অনেকেই এই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন। তবে নির্বাচিত জন প্রতিনিধিদের গুরুত্ব পূর্ণ এই ভোট কেবল সর্বমহলে গ্রহণ যোগ্য, সৎ ও কর্মতৎপর প্রার্থীর পক্ষেই আদায় করা সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধামহল। জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে- উপজেলা আ’লীগের সাবেক সভাপতি হাজী মজম্মিল আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা ফখরুল আহমদ মতছিন, আনোয়ার খান, সাবেক ছাত্র নেতা, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ বার্তার সম্পাদক আলহাজ্ব মোসাদ্দিক হোসেন সাজুল, বিএনপি নেতা মঈনূল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম, দৈনিক উত্তরপূর্ব বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু’র শুনা যাচ্ছে। তবে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রার্থী তালিকায় আরও নাম আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সদস্য প্রার্থী ফখরুল আহমদ মতছিন বলেন- আমি সিনিয়র নেতাদের সমর্থন নিয়ে প্রার্থীতা ঘোষণা করেছি এবং ভোটারদের কাছে গিয়ে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছি। সদস্য প্রার্থী সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল বলেন- সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন থেকে আমি জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমি প্রচারণা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন- নির্দলীয় এ নির্বাচনে দলমত নির্বিশেষে সর্বমহলের সমর্থন পাব বলে আমি আসাবাদী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন