শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ চরমে কালভার্ট নির্মাণের ১ মাসের মাথায় ভেঙে পড়েছে ভীম

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা বাজার-মিরুখালী বাজার সওজের সড়কে ডাক্তার বাড়ির খালে নির্মিত কালভার্টের টানা ভীম ১ মাস পার হতে না হতেই ভেঙে পড়েছে। ২টি কালভার্টের সংযোগ সড়ক না করায় শিক্ষার্থীসহ জনসাধারণের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে উপজেলার ধানীসাফা বাজার থেকে মিরুখালী বাজার পর্যন্ত সওজের ৮ কিলোমিটার সড়কের কার্পেটিং এবং ৪টি কালভার্টের কাজ সম্প্রতি শেষ হয়েছে। বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন ডাক্তার বাড়ি খালের কালভার্টটি নির্মাণের পর মাস পার না হতেই টানা ভীম ভেঙে পড়েছে। সরেজমিন দেখা গেছে, পূর্ব দিকের ২ উইং ওয়ালের ২টি টানা ভীমের একটি ভেঙে পড়েছে। টানা ভীম ভেঙে পড়ায় জনমনে কাজের মান নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। এছাড়া উক্ত কালভার্টসহ মিরুখালী কলেজের সামনে ধোপার খালে নির্মিত কালভার্ট ২টির সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীসহ জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী ১০ম শ্রেণির বুশরা, ৯ম শ্রেণির নাফিছা ও ৮ম শ্রেণির আফসানা জানায়, কালভার্টের সংযোগ সড়ক না থাকায় প্রতিদিন তাদের জীবনের ঝুঁকি নিয়ে সুপারি গাছের সাঁকো পার হতে হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শরীফ কাজের ঠিকাদার জয়দেবের সাথে যোগাযোগ করলে তিনি টানা ভীম ভেঙে পড়ার কথা স্বীকার করে জানান, পানি বেশি থাকায় কাজে কিছু সমস্যা হয়েছে। আগামী শুকনা মৌসুমে সংযোগ সড়ক নির্মাণসহ বাকি কাজ করবেন বলে তিনি জানান। এ ব্যাপারে সওজের পিরোজপুর অফিসের নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন