শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সড়কের ৪০ গাছ কেটে নিলেন সাবেক ইউপি সদস্য

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভান্ডুরিয়া সড়কের দু’ধারে লাগানো সরকারি ৪০টি মূল্যবান গাছ স্থানীয় সাবেক ইউপি মেম্বার আজাদুল ইসলাম অবৈধভাবে কর্তন করে নিয়েছে। সরেজমিনে গত ২ নভেম্বর উপজেলার গুনাহার ইউনিয়নের ভান্ডুরিয়া গ্রামে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, চৌমুহনী-তালুচ সড়কের ভান্ডুরিয়া গ্রামের প্রবেশমুখে মাটির সড়কের দু’ধারে সরকারিভাবে প্রায় ৪ থেকে ৫ বছর পূর্বে স্থানীয় ভূমিহীন সমবায় সমিতির মাধ্যমে ইউকেলেক্টর এর প্রায় ২ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। চারাগুলো বড় হয়ে পরিপূর্ণ গাছে রূপ নিয়েছে। এ দিকে ভূমিহীন সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সেক্রেটারি আকবর হোসেন ওই সড়কের ১৪০টি গাছ স্থানীয় সাবেক মেম্বার আজাদুল ইসলামের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে। আজাদুল ইসলাম ৩০ থেকে ৪০টি গাছ কর্তন করে। বিষয়টি জানাজানি হলে, স্থানীয় চেয়ারম্যান বাধা দেয়। পরে আজাদুল ইসলাম অন্যান্য গাছ কাটা থেকে বিরত থাকে। এ ব্যাপারে সাবেক মেম্বার আজাদুল ইসলাম এর সাথে সাক্ষাতে ও মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি। অপরদিকে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আব্দুল খালেকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ভূমিহীন সমবায় সমিতির কতিপয় সদস্য ভান্ডুরিয়া সড়কের দু’ধারে লাগানো সরকারি গাছের মধ্যে থেকে ১৪০টি গাছ গোপনে সাবেক মেম্বার আজাদুল ইসলাম এর নিকট বিক্রয় করে। সরকারিভাবে বন সম্প্রসারণ অধিদপ্তরের নিকট আবেদন করে গাছের মূল্য নির্ধারণের মাধ্যমে প্রকাশ্যে নিলামে গাছগুলো বিক্রয়ের নিয়ম থাকলেও তা মানা হয়নি। তিনি বিষয়টি জানতে পেরে গাছ কর্তন বন্ধ করে দিয়েছে। বর্তমানে গাছ কর্তন বন্ধ রয়েছে। তিনি আরো জানান, কর্তনকৃত ৩০ থেকে ৪০টি গাছের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন