শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রাজিলে বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ১১৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৪৩ এএম

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৭ জনে। এখনও নিখোঁজ রয়েছে অনেক মানুষ। ধারণা করা হচ্ছে, পুরু কাদামাটির নীচে চাপা পড়েছেন তারা। জীবিত উদ্ধারে স্থানীয় প্রশাসনের সাথে যোগ দিয়েছেন সেনা সদস্যরাও। এখন পর্যন্ত ৩০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। গৃহহীন হয়ে পড়েছে কমপক্ষে পাঁচ শ’ মানুষ। ঝুঁকিতে থাকা ১৮০ জনকে সরিয়ে আনা হয়েছে স্থানীয় স্কুলগুলোয়।

ভারি বৃষ্টিপাত আর ভূমিধসের ঘটনায় রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পাহাড়ি শহর পেত্রোপলিস। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ; স্বাভাবিক হয়নি পানির সরবরাহও।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর বলছে, দুর্যোগ কবলিত শহরটিতে মাত্র তিন ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত। যা ১৯৩২ সালের পর সর্বোচ্চ।

উল্লেখ্য, ব্রাজিলে পর্যটকদের অন্যতম আকর্ষণ পেট্রোপলিস। তবে ভূমিধস প্রবণ এলাকা হিসেবেই চিহ্নিত শহরটি। ২০১১ সালে ভূমিধসে অঞ্চলটিতে ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন