রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : রাজাপুরের পুটিয়াখালির মীরের হাটের লেপ-তোষকের ব্যবসায়ী মো. মজিবুর রহমানের বিরুদ্ধে উপজেলার আরুয়া গ্রামের মালেক হাওলাদারের ছেলে ইসমাইল হোসেন ও পুটিয়াখালি গ্রামের মৃত আঃ রশিদ ফকিরের ছেলে মো. সোহরাফের কাছ থেকে তিন লাখ দশ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইসমাইল হোসেন বাদি হয়ে গত ২৭ জানুয়ারি রাজাপুর থানায় সাধারণ ডায়েরী করে। ইসমাইল ও সোহরাফ অভিযোগ করে বলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙা ইউনিয়নের বাইলারী গ্রামের হাসেম খলিফার ছেলে মো. মজিবুর রহমান খলিফা (৫০) তার পরিবার বর্গ নিয়ে উপজেলার পুটিয়াখালির মীরের হাটে লেপ তোষকের ব্যবসা করে আসছিল। মজিবুর তার ব্যবসার জন্য ব্যাংকের চেক জমা ও স্ট্যাম্পে লিখিত দিয়ে ইসমাইল হোসেনের কাছ থেকে ২ লাখ টাকা ও সোহরাফের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা ধার হিসাবে নিয়ে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছিল। ইসমাইল ও সোহরাফের কাছ থেকে নেয়া টাকা পরিশোধ না করে কাউকে না জানিয়ে গত ২৫/১২/১৫ইং তারিখ রাতের আঁধারে মজিবুর রহমান ও তার পরিবারের লোকজন নিয়ে পালিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন