বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অবৈধ জাল জব্দ

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

চট্টগ্রামের বঙ্গোপসাগরের মোহনা ও সাঙ্গু নদীতে অবৈধজাল নির্মূলকরণে বিশেষ কম্বিং অপারেশন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সকালে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি উপকূলীয় বেহুন্দি জাল, ৩টি পেকুয়া জাল ও ৪টি মশারি জালসহ মোট ৮ হাজার মিটার অবৈধ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রশিদুল হক, মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম, নৌপুলিশ, ফিল্ড অফিসার জাহেদ আহমেদ প্রমুখ। পরে জব্দকৃত জল পুড়ানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন