ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ফটিকছড়ির উত্তর নিশ্চিন্তাপুরে প্রতিষ্ঠিত হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) আদর্শ বালক-বালিকা মাদ্রাসার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ইসলামী মহাসম্মেলন গত শুক্রবার মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। স্থানীয় আল-মাহমুদ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মাহমুদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন কাতার থেকে আগত শায়খ মাহমুদ আব্দুর রহমান আল মোল্লা। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইসলামী চিন্তাবিদ মুফতি আজিজুল হক আল-মাদানী। বিশেষ অতিথি ছিলেন নানুপুর জামেয়া ইসলামিয়া ওবাইদিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ মুঈনুদ্দীন। বিশেষ বক্তা ছিলেন প্রখ্যাত ওয়ায়েজিন মাওলানা সাইদুল আলম আরমানী, ঝালকাঠি থেকে আগত হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ঢাকা থেকে আগত মাওলানা মাহমুদুল হাসান ফারুকী, পটিয়া কৈয়গ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী গাজী, জামেয়া ইসলামিয়া ফাতেমাতুজ জাহরা (রা.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন ফারুকী প্রমুখ। গত বৃহস্পতিবার দিনব্যাপী এ মহিলা মাহফিলে শত শত নারী অংশগ্রহণ করে মহিলা আলেমা আসমা বেগমের ওয়াজ-নসিহত শ্রবণ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন