শহীদ মিনারে ফুল দেয়া ও মিছিল করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছে । আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রায়পুর উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলাের সামনে এবং প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।
শহীদ মিনারে ফুল দেয়ার সময় উশৃঙ্খল স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা শুরু হয়। তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকায় এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ফের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন