পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের উদ্দোগে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
প্রথমেই লিসবনের স্হানীয় শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি
পুষ্প অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন
রাষ্ট্রদূত তারিক আহসান ।
এরপর একেএকে ভাষা শহীদদের প্রতি ফুলদিয়ে শ্রদ্ধা জানান পর্তুগাল পরাষ্ট্রমন্ত্রণালয় প্রতিনিধি ,স্হানীয় জৈন্তার প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামীলীগ পর্তুগাল শাখা, যুবলীগ,পর্তুগাল বিএনপি,পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশন (পিবিএফএ),গ্রেটার বরিশাল এ্যাসোসিয়েশন, বৃহত্তর ফরিদপুর এ্যাসোসিয়েশন, পর্তুগাল বাংলা প্রেসক্লাব, ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনগুলো।
তারপর ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাষ্ট্রদূত তারিক আহসান মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও তাৎপর্য্যের ওপর বক্তব্য উপস্থাপন করেন।
বক্তব্যের শুরুতেই ভাষা শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি তাঁর বক্তৃতায় একুশের চেতনায় উজ্জীবিত হয়ে একটি মর্যাদাশীল দেশ হিসাবে বাংলাদেশকে গড়ার কাজে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক আত্মনিয়োগ করার আহ্বান জানান। এবং অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের জন্যে সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে হালকা নাস্তার মাধ্যমে আপ্যায়িত করা হয় উপস্হিত সকল অতিথিদের ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন