শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বালাগঞ্জে বজ্রপাতে নিহত ১ আহত ৪

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা

বালাগঞ্জে বজ্রপাতে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হুসেনপুর গ্রাম সংলগ্ন কাপনা বিলেরপাড় গত শুক্রবার সকাল ৯টায় বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি স্থানীয় হুসেনপুর গ্রামের আমরুছ আলী (৪২)। আহতরা হলোÑ দক্ষিণ সুরমা উপজেলার জালারপুর ইউনিয়নের মূর্তি গ্রামের উছমান আলী (৪৫), নিহতের ছোটভাই রমজান আলী (৪০) ও স্থানীয় কাপনা বিলের ২ জন প্রহরী। জানা গেছে, শুক্রবার ভোরে আমরুছ আলী ও তার ভাই রমজান আলী কাপনা বিলের পাশে বোরো ফসলি জমিতে কাজ করতে যান। সকালে ভারি বৃষ্টির কারণে বিল প্রহরীদের ডেরায় (উরায়) আশ্রয় নেন। এসময় ২০/২৫ গজ দূরে বজ্রপাতের এ ঘটনাটি ঘটে।
কলেজছাত্রী নিখোঁজ
সিলেটের ওসমানীনগরে মুক্তা রানী নাথ (১৭) নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ মুক্তা উপজেলার সাদীপুর ইউপির বেগমপুর গ্রামের গিরিশ চন্দ্র নাথের মেয়ে ও গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুক্তা বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয়। এব্যাপারে নিখোঁজের বড় ভাই পংকজ দেবনাথ বাদি হয়ে গত শুক্রবার দুপুরে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। নিখোঁজ মুক্তার ভাই পংকজ জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো মুক্তা কলেজের উদ্যেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যায়নি। সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে শুক্রবার ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন