শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শ্রীপুরে কৃষকের ধান কেটে নিল দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে বর্গা চাষী আলী আকবরের এক বিঘা জমির আমন ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের বেতজুড়ি (ফুলানিরসিট) এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাথুরা মৌজার বেতজুড়ি গ্রামের এক বিঘা ধানি জমি নিয়ে মোশারফ হোসেন বাবুলের সাথে ফুলানিরসিট গ্রামের সুলতানদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। বিরোধকৃত জমি স্থানীয় বেতজুঢ়ি গ্রামের আলী আকবর বর্গাচাষ করত। শুক্রবার সকালে সুলতান উদ্দিন ৫০/৬০ জন ভাড়াটে লোক নিয়ে বর্গা চাষীর ১ বিঘা জমির ধান কেটে নিয়ে যায়। এ ব্যাপারে চাষী আকবর আলী শ্রীপুর মডেল থানায় সুলতান (৪৫), জাহাঙ্গীর আলম (২৬), সেকান্দর আলী (৩৮)সহ অজ্ঞাত ৫০/৬০জনের বিরুদ্ধে বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার বিকেলে ধান কাটার অপরাধে সুলতান (৪৫)-কে আটক করেন। আলী আকবর জানান, পুলিশ তার অভিযোগের আসামিকে আটক করলেও গভীর রাতে উৎকোঁচের বিনিময়ে হাজত থেকে তাকে ছেড়ে দেয়। শ্রীপুর থানার এস .আই. আঃ ছাত্তার জানান, দু‘পক্ষের মধ্যে মালিকানার বিরোধ আছে। অভিযুক্তরা ধান কাটার ক্ষতিপূরণ দিয়ে দিবে, তবে টাকা নিয়ে আসামী ছেড়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন