মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
মীরসরাই উপজেলার মস্তাননগর এলাকায় এক যুবক কর্তৃক ৭ বছরের কন্যা শিশুকে ব্লুফিল্ম দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। ঘটনার প্রাথমিক সুরতহালে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করলেও ধর্ষণ করতে পারেনি বলে জানান জোরারগঞ্জ থানার ওসি তদন্ত। জানা যায়, ধর্ষক মীরসরাই উপজেলার সোনাপাহাড় গ্রামের মস্তাননগর রেল স্টেশন এলাকায় গিয়াস উদ্দিনের যুবক পুত্র ফরহাদ হোসেন (২৫)। গত শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়ির ৭ বছরের কন্যা শিশুকে (মস্তাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী) অপর বান্ধবী চুমকির বাড়ি যাচ্ছিল। এ সময় ফরহাদ শিশুটিকে ডেকে তার ঘরে একটু কাজ আছে বলে ডাকে। ডেকে এনে মোবাইলে ব্লুফিল্ম দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকারে লোকজন ছুটে এলে ফরহাদ পালিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন