শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাতের আঁধারে ৮১ রেইন্ট্রি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : রাজাপুরের বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শহিদুল ইসলামের বাইপাস সংলগ্ন নতুন রাস্তা এলাকার ১৭ শতাংশ ভিটার ৮১টি রেইন্ট্রি গাছ শুক্রবার গভীর রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজাপুর থানায় গতকাল শনিবার বিকেলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষক মো. শহিদুল ইসলাম জানান, কয়েক বছর আগে তারা ৪ জনে মিলে ওই জমি ক্রয় করে বাগান বানিয়ে গত বছর শতাধিক রেইন্ট্রি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণকৃত ও সবজির চাষ করেন। তিনি জানান, গতকাল গভীর রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই বাগানের রোপা ৮১টি রেইন্ট্রি গাছ কেটে ও ভেঙে ফেলেছে। পরিচর্যা করায় গাছগুলো বেড়ে উঠা শুরু করেছিল। স্থানীয় একাধিক সূত্র জানান, ওই এলাকায় রাতে গাঁজাসেবীর আড্ডা বসে ওই গাঁজাসেবীদের ব্যবহার করে স্থানীয় একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন