লাইসেন্স বিহীন ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করার দায়ে দু’টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ওহাব ব্রিকস ও আমব্রি ব্রিকসের স্বত্তাধিকারীকে চার লাখ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাতে থাকা দু’টি টিনের তৈরি বাংলা চিমনি ভেঙে দেয়া হয়। একই সঙ্গে লাইসেন্স বিহীন ভাটা পরিচালনার দায়ে ভাটা মালিকদের চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
মন্তব্য করুন