বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত : আটক ২

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৭ এএম

খুলনার কয়রায় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে ছুরির আঘাতে ইমরান হোসেন (১৯) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কয়রা সদর ইউনিয়নের পায়রাতোলার আইট গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে। এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন ৩নং কয়রা গ্রামের রমজান গাজীর ছেলে আমিরুল (২১) ও জমিরুল (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খেজুর বাগ মসজিদের পাশে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ভ্যানচালক ইমরানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর রাত প্রায় ৩টায় সে মারা যায়। নিহতের বোন শাহানার খাতুন সাথী জানান, তার ভাই ভ্যানচালক। তার ভাইয়ের ভ্যানে কয়েকজন ছেলে খেজুরবাগ মসজিদ মোড়ে যায়। সেখানে তাদের সাথে অন্য একটি পক্ষের সংঘর্ষের মধ্যে আমার ভাইকে ছুরি দিয়ে আঘাত করে। ঐ ঘটনায় আমার ভায়ের মৃত্যু হয়। কয়রা থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, ঘটনাটি শোনার পরই আমরা ঘটনাস্থানে যাই। ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন