কোভিড টিকা না নেওয়া শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, টিকা-কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।
রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে মেয়র আতিক এসব কথা বলেন।
আতিক জানান, এখন থেকে নতুন করে ট্রেড লাইসেন্স নিতে হলে টিকা-কার্ড থাকতে হবে। এ ছাড়া যেসব দোকানির টিকা-কার্ড থাকবে না, তাঁদের লাইসেন্স বাতিল করা হবে।
সারা দেশে ২৮ হাজার বুথে টিকা দেওয়া হচ্ছে আজ। বুথে টিকা দেওয়ার কাজে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাসহ মোট এক লাখ ৪২ হাজার জন আছেন। দেশের প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল (তারাও টিকা দেবে) রয়েছে।
এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেওয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন