বাগেরহাটের মোরেলগঞ্জে রাস্তাদখল করে ব্যবসা ও জনভোগান্তি সৃষ্টির কারণে গতকাল শনিবার ৭ ব্যবসায়ীকে অথদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সকালে মোরেলগঞ্জ পৌর বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাজারে সরকারি রাস্তা দখল করে ফল ও পানের ব্যবসা করে জনসাধারণের ভোগান্তি সৃষ্টির জন্য সাত ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হল, পান ব্যবসায়ী রতন দাস, পরিমল দাস, ফল ব্যবসায়ীরা রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনির, জামাল হোসেন, লিটন শরীফ। এদেরকে ২শ’ টাকা হতে ১ হাজার টাকা পর্যন্ড অর্থদণ্ড দেয়া হয়। জনস্বার্থে এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন