চট্টগ্রামের ১৪ উপজেলায় ৪ লাখ ২৯ হাজার ২৯৪ জনকে করোনা টিকা আওতায় আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মহানগরীতে কতজন টিকা নিয়েছেন তার হিসাব পাওয়া যায় নি।
সিভিল সার্জন বলেন, আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তা আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। কোনো ডকুমেন্টস ছাড়া আজ ১৪ উপজেলার ৪ লাখ ২৯ হাজার মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। উপজেলাগুলোর ২০০টি কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম চালানো হয়।
তবে এখনো পর্যন্ত সিটি কর্পোরেশনের ৪১ ওয়ার্ডের টিকা কার্যক্রমের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, শনিবার চালানো কার্যক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সী মোট ৩৪৮৭৪ জন এবং ১৮ বছরের ঊর্ধ্বে ৩ লাখ ৯৪ হাজার ৪২০ জনকে টিকা দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন