শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মহিলা হাফিজিয়া এতিমখানা উদ্বোধন

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

পার্বতীপুরের শান্তির বাজার নামক স্থানে গত রোববার দুপুরে কমরেড আফসার আলী হাফিজিয়া মহিলা এতিমখানার উদ্ধোধন করা হয়। এতিমখানাটি আফসার আলী পাঠাগারের সাথেই লাগোয়া। প্রায় ১২ শতক জমির ওপর স্থাপিত এতিমখানা ও পাঠাগারটি ইতোমধ্যেই নিভৃতপল্লীর অনগ্রসর শিশুদের ইসলামি শিক্ষা গ্রহণে আলোক বর্তিকা হিসেবে কাজ করছে। ইতোমধ্যে ২৬ জন এতিম বালিকা প্রতিষ্ঠানটিতে পড়াশুনা করছে। উল্লেখ্য, কমরেড আফসার আলীকে ভালোবেসে স্থানীয় সাদা মনের মানুষ নিজের জমি দান করে এই উদ্যোগটি গ্রহণ করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি পার্বতীপুর শাখার সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন।
বিশেষ অতিথির দৈনিক ইনকিলাব সাংবাদিক এম এ জলিল সরকার, উদ্দোক্তা হাসিনুর রহমান, নব নির্বাচিত ইউপি সদস্য আব্দুল আহাদ, কমরেড মোজাহার আলী, কমরেড আবু তালেব প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন