শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফুটপাথ দখলমুক্ত করতে সৈয়দপুরে অভিযান

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন পৌর পরিষদ। গত রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। সৈয়দপুর পৌর মেয়রের নির্দেশক্রমে এ দখলমুক্ত অভিযান চলানো হয় এমনটি জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দানকারী সৈয়দপুর পৌরসভার বাজার পরিদর্শক নাদিম আহমেদ। এ সময় পৌরসভার প্রায় ৫০জন কর্মচারী উপস্থিত ছিলেন।
দেখা যায়, শহরের ব্যবসায়ীরা মূল দোকানকে গোডাউন করে এবং ফুটপাতকে দোকান বানিয়ে ব্যবসা করছে। দোকানিদের এই দখলদারিত্বে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পৌর শহরের বিভিন্ন সড়কগুলোতে এভাবে ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রাস্তায় ব্যবসা পরিচালনা করছেন। এতে করে ক্রমান্বয়ে সড়ক সংকোচিত হচ্ছে। এমতাবস্থায় সড়কে চলতে পৌরবাসীদের দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত।
শহরের গুরুত্বপূর্ণ বেশিরভাগ সড়ক এখন ব্যবসায়ীদের দখলে। পথচারীদের অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে হাঁটতে হয় মূল সড়ক দিয়ে। এতে করে ছোট্ট বড় দুর্ঘটনা লেগেই থাকে। মাঝে-মাঝে প্রশাসনের অভিযান চলে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফুটপাত আবারও দখলে চলে যায়। এমন পরিস্থিতিতেই ফুটপাত দখলমুক্ত করতে পৌর পরিষদের এ উদ্যোগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন