শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

‘শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহনের আহ্বান’

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি ডিগ্রী কলেজ পরিদর্শন করলেন সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি। নিয়মিত সফরের অংশ হিসেবে গতকাল দুপুরে কলেজ ভবন মুক্তিযোদ্ধা কর্ণার পরিদর্শনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার্থীরা সকল সুযোগ-সুবিধা যেমন বছরের প্রথম দিকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়াসহ নানান ধরনের উপবৃত্তি ও শিক্ষবৃত্তিত প্রদান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাঈল, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন প্রমুখ।
, খোলাহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দীক, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্রী দীপেশ চন্দ্র রায়, ভবানীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মজিবুল হক প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন