শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ঢাবিতে পাঁচ মাসে নির্যাতনের শিকার ১৮ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১০:৪১ এএম

একের পর এক শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এদিকে শুধুমাত্র গত পাঁচ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০টি পৃথক ঘটনায় ১৮ জন শিক্ষার্থী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনায় কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন খুব সামান্য। করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার গত বছরে অক্টোবর ঢাবি’র আবসিক হল খুলে দেয়া হয়। খোলার পর থেকে উল্লিখিত সময়ে ১৮ জন শিক্ষার্থী গেস্টরুমে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন। এসব ঘটনার মধ্যে মাত্র তিনটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়েছে।

স্টুডেন্ট এগেইনস্ট টর্চার (স্যাট) নামে ছাত্রদের নিয়ে কাজ করা একটি মানবাধিকার ভিত্তিক সংগঠনের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।

প্রকাশিত প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা যায়, গত পাঁচ মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটেছে স্যার এফ. রহমান হলে। নির্যাতনের দশটি ঘটনার তিনটিই এ হলে সংঘটিত হয়।

এর মধ্যে গত নভেম্বরে গেস্টরুমকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দেয়ায় এ হলে একসঙ্গে পাঁচজন নির্যাতনের শিকার হন।

প্রতিবেদনে উল্লিখিত দশটি ঘটনাতেই শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন ভুক্তভোগীরা। নির্যাতনের দশটি ঘটনার মধ্যে নয়টি হয়েছে ছাত্রদের হলে, বাকি একটি ছাত্রী হলে। নির্যাতনের কারণ হিসেবে ম্যানার ভঙ্গ থেকে শুরু করে ফেসবুকে পোস্ট দেয়ার মতো ঠুনকো অজুহাতও উল্লেখ করা হয়। প্রায় সবক’টি নির্যাতনের ব্যাপারে প্রশাসনকে অবহিত করা হলেও ব্যবস্থা নেয়া হয়েছে মাত্র ৩টি ঘটনায়। এরমধ্যে সূর্যসেন হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় হল থেকে বহিষ্কৃত সিফাত নামে ছাত্রলীগের একজন কর্মী এখনো হলে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থী নির্যাতনের সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত ১৫ই ফেব্রুয়ারি এফ. রহমান হলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন