বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

‘শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষার ভূমিকা অপরিসীম’

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০৭ এএম

ভবিষ্যতে উন্নত জাতি গঠনে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এক সময় আসবে যখন দেশ সমাজ তথা রাষ্টের বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আজকের ছেলে মেয়েদের হাতেই ন্যস্ত হবে। তাই ভবিষ্যাত উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং উন্নত জাতি গঠনে খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষার ভূমিকা অপরিসীম। এসব কথা বলেন কুমিল্লা-৫ আসনের এমপি এড. আবুল হাসেম খান। তিনি গতকাল বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান খাঁন, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবু তাহের। বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আখন্দ, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দীন, বুড়িচং মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. কবির হোসেনসহ অন্যান্য স্কুল ও মাদরাসার সুপার ও শিক্ষকগণ। বিভিন্ন ইভেন্টে খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মো. ফারুক আহাম্মদ, মো. কামরুল হাসান, আবু ইউসুফ, ইকবাল হোসেন, সালমা আক্তার, আলেয়া বেগম প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন