া আলজেরিয়ার প্রাচীনতম ভাষার নাম কি?
উ : বারবার।
া এসএ গেমসে পদক তালিকায় শীর্ষে রয়েছেÑ
উ : ভারত।
া চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানবের নাম কি?
উ : এডগার মিচেল (মার্কিন যুক্তরাষ্ট্র)।
া এডগার মিচেল মারা যান কবে।
উ : ৪ ফেব্রুয়ারি ২০১৬।
া নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উ : কে. পি. শর্মা অলি।
া মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কোন দেশ?
উ: ব্রাজিল।
া সম্প্রতি কে ইকুয়েডর দূতাবাস ছাড়ছেন?
উ : জুলিয়ান অ্যাসাঞ্জ।
া ২০০ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী ছিলেন কে?
উ : ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।
৯। কত সালে ব্রিটেনসহ দশটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উ : ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
১০। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাদার তেরেসা কবে ঢাকায় আসেন।
উ : ১৯৮৭ সালে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন