শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

কাঁচা বাজারে আগুন : মরিচের সেঞ্চুরি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ২:৪২ পিএম

শবে বরাতের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই সব ধরণের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীরা। রোজা আসতে এখনো এক মাস বাকি। এরইমধ্যে বাজারে লেগেছে আগুন। রাজধানীর কাঁচাবাজারগুলোতে অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচামরিচসহ সব ধরনের শাকসবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে ৬০-৬৫ টাকার কাঁচামরিচের দাম বেড়ে হয়েছে ১০০-১২০ টাকা। অর্থাৎ, গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ৪০-৬০ টাকা পর্যন্ত। পিছিয়ে নেই অন্যান্য সবজির দামও।

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার সূত্রে এমন তথ্য পাওয়া যায়। প্রতি কেজি গোল আলু বিক্রি হচ্ছে ২০ টাকা, দেশি পেঁয়াজ ৫৭ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা, দেশী আদা ৮০ টাকা, চায়না আদা ৮৫ টাকা, চায়না রসুন ১০০ টাকা, দেশী রসুন ৭০ টাকা, শুকনা মরিচ ২০০ টাকা দরে।

সবজির দোকানগুলোতে যথেষ্ট সরবরাহ রয়েছে টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুর লতি, ঢেঁড়স অন্যান্য সবজির।

তবে দামের ক্ষেত্রে কোনো সবজিই গত সপ্তাহের বাজারদরে নেই। দাম কমেছে শুধু গোলবেগুনের। গত সপ্তাহে কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এছাড়া অন্যান্য সবজি ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঢেঁড়স-করলার দাম ঠেকেছে ১২০ টাকা, বরবটি ১৬০ টাকা। অথচ গত সপ্তাহের বাজারেও এসব সবজি পাওয়া যেত ৮০-১০০ টাকায়।

শাকের বাজারেও আগুন। লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাকসহ সবধরনের শাকের বাজারই চড়া। আটিপ্রতি লাউ শাক ৫০-৬০ টাকা এবং অন্যান্য শাকের আঁটি ২৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও মসলা ও মুদি পণ্যের দামও বেড়েছে, জিরা ৩১০ টাকা, বড় এলাচ ২৬২০ টাকা, ছোট এলাচ ২২৮০ টাকা, দারুচিনি ৪০০ টাকা, লবঙ্গ ১০১০ টাকা, কালো মরিচ ৭১০ টাকা, সাদা মরিচ ৮৬০ টাকা, কালোজিরা ১২০ টাকা, সরিষা ১১০ টাকা, আলুবোখারা ৪২০ টাকা, কিসমিস ৩৩০ টাকা, মেথি ১২০ টাকা, মুগ ডাল ১২৫ টাকা, বুটের ডাল ৮০ টাকা, মসুর ডাল ১২০ টাকা, ছোলা ৭৫ টাকা, চিনিগুড়া চাল ১০০-১২০ টাকা, মিনিকেট চাল ৫৫-৬৩ টাকা, নাজিরশাইল চাল ৭০ টাকা, মোটা চাল ৫২ টাকা, চিনি ৭৬ টাকা এবং মোটা ডাল ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন