বাজালিয়ার বড়দুয়ারার ফরেস্ট অফিসের এ্যাকশনে জব্দ হলো বাজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে দু’টি চোরাই কাঠবাহী ডাম্পার। গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে সাতকানিয়া বাজালিয়া এলাকা থেকে বড়দুয়ারা ফরেস্ট বিট এই কাঠবাহী ডাম্পার আটক করেন। তবে বনকর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারের মূলহোতা আজিজ ও তৌহিদ পালিয়ে যায়। পরে কাঠবাহী ডাম্পার দু’টিকে জব্দ করা হয়।
এদিকে আটকের বিষয়ে সত্যতা স্বীকার করে বড়দুয়ারা ফরেস্ট অফিসার আশরাফুল বলেন, হ্যাঁ, আমরা কাঠবাহী দুটি গাড়ি জব্দ করি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে স্থানীয়সূত্রে জানা যায়, আজিজ আর তৌহিদ বাজালিয়া থেকে বান্দরবারন রোড পর্যন্ত সরকারি কাঠ পাচার এবং মানুষের বাগান থেকে দীর্ঘদিন চুরি ও পাচার কাজ করে আসছিলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন