ঝালকাঠির রাজাপুরে প্রায় আট মণ ওজনের শাপলাপাতা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী বাগড়িহাটে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন ও মামলার প্রসিকিউটর বন কর্মকর্তা মো. আলমগীর হোসেন অভিযান চালিয়ে প্রায় আট মণ ওজনের এই শাপলাপাতা মাছ জব্দ করে এবং ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের জাকির হোসেনের পুত্র মাছ ব্যবসায়ী মাইনুদ্দিন(২২)কে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন ওই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন এবং মাছটি উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। এ বিষয়ে ইউএনও মোক্তার হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বিলুপ্তপ্রায় মাছ শিকার ও বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ। তাই মাছটি জব্দ করে ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। রাজাপুরহাটে অভূতপূর্ব এ মাছটি দেখার জন্য ভীড় জমায় সাধারণ মানুষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন