ঢাকার ধামরাইয়ে পুলিশের বাঁধার মুখে বিএনপি বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে।
নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যে লাগামহীন উর্ধ্বগতি সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে
আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় মিছিলকারিদের বাঁধা দেয় পুলিশ।
পরে পুলিশের বাঁধামুখে বিক্ষোভকারিরা সিমা অটো রাইস মিলের সামনে কিছুক্ষনের জন্য অবস্থান নেয়। এসময় পৌর বিএনপির সাবেক আহবায়ক দেওয়ান নাজিমুদ্দিন মন্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব তমিজ উদ্দিন। উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম,পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান,বিএনপি নেতা আব্দুল মান্নান ফিরোজ, গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো.মোজাম্মেল হক, বিএনপি নেতা আব্দুল মান্নান ফিরোজ,আব্দুল হালিম,যুবদল রেজুয়ান আহমেদ রবিন ছাত্রনেতা লুৎফর রহমান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন