শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাংলার জনগণ দ্রব্যমূল্যের চাপে পিষ্ট -চাঁদপুরে সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ৩:৪৮ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি

৫ জানুয়ারি শনিবার দুপুরে ফরিদগঞ্জ পৌর সদরস্থ সিরাজ সুপার মার্কটের সামনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহামেদ মানিক।
প্রধান অতিথি বক্তব্যে শেখ ফরিদ আহাম্মেদ মানিক বলেন, ‘এই মূহুর্তে দরকার নিরপেক্ষ সরকার। দ্রব্যমূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনদিন বাড়ছেই। সরকারের কোনো মাথা ব্যথা নেই। মেঘা প্রজেক্টের মাধ্যমে তারা মেঘা মেঘা দুর্নীতি করে। এই পেটুয়া সরকার প্রধান যদি নিজের টাকায় বাজার করতেন, তাহলে বুঝতেন দ্রব্যমূল্যের কী হাল। বাংলার জনগণ আজ দ্রব্যমূল্যের চাপে পিষ্ট। আমরা জনগণকে সাথে নিয়ে এই জুলুমবাজ সরকারের পতন নিশ্চিত করতে সকলে ঐক্যকদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে থাকবো।’
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মাহাবুব আলম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটওয়ারী, সদস্য সচিব কাউন্সিলর আমিন মিজি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু ছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং ছাত্রদলের কয়েকশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন