ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহ সদর উপজেলার টিকারী গ্রামে মাথায় ইট পড়ে শুভ্র পাল (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে টিকারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ্র পাল উপজেলার ভবানীপুর গ্রামের ভবানী পালের ছেলে। সে সারা প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানায়, সকালে স্কুলে প্রাইভেট পড়তে যায় শুভ্র। শিক্ষক না আসায় স্কুল মাঠে অন্য ছাত্রদের সঙ্গে ক্রিকেট খেলছিল শুভ্র। এসময় ক্রিকেট বলটি পার্শ্ববর্তী একটি ঘরের চালে আটকা পড়ে। শুভ্র বলটি আনতে গেলে ওই ঘরের ইট খুলে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন